১) জীবন কেন যে ছোটো?
Image Courtesy:Google |
কেন যে এসেছি আর কেনই বা যাব
এর কোন উত্তর আছে কিনা ভাব,
যেতে হবে সকলকে আগে আর পরে
সেই নিয়ে ভাবনাটা বোকারাই করে।
এসেছি যখন এই পৃথিবীর বুকে
তাকে ছেড়ে যেতে হবে সুখে আর দুখে,
শুরু আছে শেষ নেই এমন কি হয়
তবে আর মরণকে পাও কেন ভয়?
আসিনি তো স্বেছায় যাওয়াটাও তাই
এই নিয়ে ভাবনার আর কিছু নাই,
কষ্টের দিনগুলো ফুরালেই তবে
নিশ্চিত জেনে রাখ তুমি চলে যাবে।
তাই কাজে ডু্বে থাকি সময়ের সাথে
জীবন কেন যে ছোটো পড়ি ভাবনাতে।
যে দিন তোমায় দেখে ছিলাম
বুক পুড়েছে
জানি
মুখ পোড়াতে চাইনি বলেই
যাইনি কাছে
আমি।
জানি তোমার বন্ধু অনেক
সঙ্গী সাথী কত
বুকের ভিতর চেপে রাখি
মনের যত ক্ষত।
তোমায় দেখে ভুলে ছিলাম
নিজের চাওয়া
সব
টের পাইনি বুকের ভিতর
পুড়েছে অসম্ভব।
তোমায় ভেবে হারিয়ে ছিলাম
নিজের পাওয়া
যত
বোঝা তখন হয়নি বোঝা
ভাবিনি অত
শত।
Second ta apurbo laglo
ReplyDelete