নতুন পোষাকে
Image Courtesy: Google |
পোষাকের বদলে নতুন পোষাক!
জীর্ণ পুরাতন যাক্ ধুয়ে যাক্
চেতনার নবীন রামধনুতে।
অতীতের দুস্মৃতি দুর্মতি এখনো
যেন ভয়াল হানাদার।
চুরি-রাহাজানি-ডাকাতি-ধর্ষণ
ইত্যাদি ইত্যাদির এবার
হোক্ না বন্ধ তুমুল বর্ষণ!
হাঁপ ছেড়ে বাঁচি আমরা,
হাঁপ ছেড়ে বাঁচুক সভ্যতা-
দখিন-দুয়ার হাট রাখি খুলে
মান আর হুঁশের উত্তরণে।
নবীন বছরটি যাক্ না ভরে
আলোকে-আলোকে আলোর বন্যায় !
আরো আরো মুক্ত নিঃশ্বাসে-প্রশ্বাসে
পরিধান হোক্ আরো ঝলমল !
পোষাকের বদলে সত্যি যেন নতুন পোষাক!
No comments:
Post a Comment
Please put your comment here about this post