চৈতি
Image Courtesy: Google |
বাজুক বীনা সুরের ধ্যানে
কন্ঠে ভরুক
আলোড়নে
কোমল পাতা ঝাঁকুক মাথা
কন্ঠ গাহুক
আপন মনে।
ঝলকে ওঠা
সকালবেলা
বজ্রনিনাদ সরল হাওয়ায়
ঢেউয়ের দোলা কঠিন হয়ে
আনুক তোমার আবেগ চিঠি।
স্নিগ্ধবতা শিখন সুরভ
সৃষ্টি
সুখের মাতোয়ারা।
সাঁঝের রসিক চা-ওয়ালার
কাঁপবে না
আর কাপের থালা।
গন্ধ ছড়াক
শিরিষ ফুলে ,
গন্ধ শুকি কাঁচা আমে।
চৈত্র মাসে
তালের রসে,
বক্ষ জুড়াক
নিমেষ পানে।
কচি ছেলে গাছের ডালে
লাফ মারে সে
খাদের জলে।
থাকবে কী তার লজ্জা শরম !
করবে দুফাল
ঠান্ডা জলে।
কুলকুরানী কোকিল মণি
গাইছে
প্রেমের অভূত বাণী গাইছে কী সে আগমনী ?
দুপুর রোদে ঝোপের আড়ে।
এলো যে ডাক
চড়ক পূজার
এলো গো ডাক শিব গাজনের ,
বাঁধব মরাই
গম আর বোরোয়
সোনালী এই চৈতের দিনে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post