নূতনের প্রত্যাশা
Image Courtesy: Google |
সরলরেখায় চলতে চলতে
রেখাটা কখন যে বক্র
হয়ে গেছে বুঝতেই পারিনি,
বক্ররেখা ধরে চলা খুব শক্ত,
অভ্যাস হয়ে যায় অবশ্য
মানুষ তো অভ্যাসের দাস;
কখনো, বৃত্তের কেন্দ্রবিন্দুতে
জীবনকে বাজি রেখে
কখনো, কেন্দ্রবিন্দু থেকে
দূরে সরে গিয়ে
ব্যাসার্ধ ধরে ঘুরছি আমরা
প্রতিনিয়ত আপন গতিতে
এভাবেই আহ্নিকগতি থেকে
বার্ষিকগতিতে,
পুরোনোকে পিছে ফেলে
নূতনের দিকে ধাবিত হওয়া
নূতন আশা, নূতন প্রত্যাশা
কিছু পাওয়া কিছু হারানো
কিছু ভুলে যাওয়া, কিছু
স্মৃতিপটে স্বযত্নে তুলে রাখা
এভাবেই চলে
একটা জীবনের শুরু থেকে
শেষের চক্রবৃদ্ধি
জীবন সেতো পাটিগণিতের
সরল অংক শুধু নয়।
No comments:
Post a Comment
Please put your comment here about this post