EDITORIAL- SECOND YEAR FIRST ISSUE
(THE THIRTEENTH NUMBER)
প্রকাশিত হ'ল অলীক পাতার দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা , বৈশাখ সংখ্যা।
বাংলার হালখাতা, পাঞ্জাবের বৈশাখী আনে নতুন বছরের অঙ্গীকার, নববর্ষ শুরুর বার্তা।
ঝরাপাতার আবর্জনা সরিয়ে নব মুকুলের উন্মেষ জাগায় নতুনের সম্ভাবনা, জাগায় আশা, এই ভাবনার সাথে সামঞ্জস্য রেখে ও অলীক পাতার দ্বিতীয় বছরের প্রথম সংখ্যা কে স্বাগত জানাতে এবারের বিষয় ছিল " নব বর্ষের নূতন অধ্যায় "।
ধন্যবাদ জানাই আমাদের একান্ত প্রিয় লেখক লেখিকা দের,যাঁরা তাঁদের মননে ঋদ্ধ একটুকরো মানিক সম সৃষ্টি পাঠিয়েছেন অলীক পাতার এই মিলন প্রাঙ্গণে , আমাদের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে।
বর্তমান সমাজের গায়ে লেগে থাকা নাছোড় শুকনো পাতাসম ক্ষতিকর জিনিষ হল আমাদের পচা মনোভাব, যা বার বার মাথাচাড়া দিচ্ছে, জাতপাতের লড়াই, শিশু ও মহিলাদের নিরাপত্তা হীনতার রূপ ধরে, আসুক কালবৈশাখী, উড়িয়ে নিয়ে যাক এদের, তখন যদি বলি শুভ নববর্ষ, সেটা সত্যি হবে তার আগে নয়।
"অলীক পাতার বাঙময় জগৎ " ধারক ও বাহক হোক সকলের মননের ও সুস্থ সৃষ্টির , আসুক সত্যি কারের নববর্ষ, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ভালো থাকুন সৃষ্টিতে মাতুন.....
স্বরূপ চক্রবর্তী
১৪ই এপ্রিল,২০১৮
No comments:
Post a Comment
Please put your comment here about this post