বানভাসী
শুভদীপ ঘোষ
না এই বর্ষা কোনো মেঘবালিকার কান্না নয়,
না এই বর্ষা কোনো বৈশাখের তৃপ্তি নয়,
এই বর্ষার কোনো নাম নেই,গোত্র নেই,
এই বর্ষা বসুন্ধরার স্বস্তিও নয়
এই বর্ষা বসুন্ধরার স্বস্তিও নয়
ইহার এক অদ্ভুত আকর্ষণ
স্রোতে,আবর্তে ইহার গতি নিত্যনমিত।
এ যে তোমায় সাধনা হে অপরাধী,
যে অপরাধে আমি বিলাসী
যার দণ্ডে আমি পরিমিত,নিশ্চল।
যে সাধনায় আমি চঞ্চল,ব্যাকুল সারাদিন,
যার প্রতি পর্ব দহন করে আমায়;
যে দহনে সৃষ্টি হই আমি প্রতি পর্বে।
এই বর্ষা মন পুড়ায় না সৃষ্টি করে;
নতুন নিয়মিত,চঞ্চল সাধনা।
প্রতি নিয়তই রক্তস্রোতে যে রস মিশছে,
যার প্রতিটি তীর হৃদয়কে বিদ্ধ করেনা
জীবনে বিষের প্রভাবটা বোঝায়,
বিষকে ছুঁতে শেখায়,ভালোবাসতে শেখায়।
তাই বিষ নিয়ে বাঁচি আমি,সাধনাও বিষের;
কোনো দূর দেশের প্রান্তরে সেই বিষ হয়তো মৃত্যু চেনাবে।
পুরোনো মৃত্যু থেকে জন্ম নেবে নতুন জীবন;
হে অপরাধী তোমার এই মৃত্যময়ী সাধনায় আমি নতুন নিজেকে খুঁজি।
যদি খোঁজ পেয়ে যাই দূর দেশের পারে কেনো হরিণীর;
No comments:
Post a Comment
Please put your comment here about this post