আলোয় আলোয়
Image Courtesy: Google Images |
তমসাচ্ছন্ন!...উত্তরণে উচ্ছ্বাসে সন্তরণ!
হয়তো আবার আলোক-দর্শন!
ব্যথা ও বাধাগুলো ঝামটায় মুখ-
প্রতিরোধ ও প্রতিবাদে অমসৃণ
হাওয়া আগলে পাথুরে-জাগরণ!
গহন এই আত্মীয়তা ভাঙতে সময়
না-ছোড়-বান্দা!
আড়মোড়া ভেঙ্গে গা-সওয়া কষ্টগুলোর
যেন এক এক ধান্দা!
তামসিক চপলতা! নিবু-নিবু শুভ্র শুভ্রতা
উঁকিঝুঁকি দেয় অলিন্দের আনাচে-কানাচে
না-ভোলা আঘাটার বনে-জঙ্গলে।
হৃদয়ে শুয়ে অতীত শিশু আলোর-বাগানে।
হয়তো আবার আলোক-দর্শন!
ব্যথা ও বাধাগুলো ঝামটায় মুখ-
প্রতিরোধ ও প্রতিবাদে অমসৃণ
হাওয়া আগলে পাথুরে-জাগরণ!
গহন এই আত্মীয়তা ভাঙতে সময়
না-ছোড়-বান্দা!
আড়মোড়া ভেঙ্গে গা-সওয়া কষ্টগুলোর
যেন এক এক ধান্দা!
তামসিক চপলতা! নিবু-নিবু শুভ্র শুভ্রতা
উঁকিঝুঁকি দেয় অলিন্দের আনাচে-কানাচে
না-ভোলা আঘাটার বনে-জঙ্গলে।
হৃদয়ে শুয়ে অতীত শিশু আলোর-বাগানে।
লেখা শিখে তারপর লিখবেন
ReplyDeleteজীবনে কোথাও পুরুস্কার পেয়েছেন?
আমার টাইমলাইনে গিয়ে দেখুন কবিতার যথার্থ সন্মান কিভাবে আদায় করতে হয়।
শুধু ক্রিটিকাল শব্দ লিখলেই কবিতা হয়না তার মধ্যে ভাব রস থাকতে হয়
আপনার মধ্যে সেই ক্ষমতা নেই ওই জন্য চুপচাপ লেজ গুটিয়ে আমাকে ব্লক করলেন। ছিঃ