অভিপ্সা
শুভদীপ ঘোষ
মিলিয়ে যায় নদীর জল সবুজ ঘাসের দেশে,
সেখান হতে পাব তোমায়,বয়ে যাব শ্বেতধারায়;
উড়বো তখন পাখনা মেলে,ওই আকাশের কানায় কানায়।
যেখানে বর্ষার নিঃশ্বাস মাটিকে দেয় চুম্বন;
নিশ্ছিদ্র ভালোবাসায় ভেজায় উদ্ভিদের মন;
সেখান হতে ঘুরে আসি অসীম সমুদ্রের পারে,
খুঁজে পাই অন্তরকে সিক্ত মনের ওপারে।
যেখানে ভালোবাসা ভেসে বেড়ায় বায়ু কনায়,কনায়;
প্রতিটি মেঘ তাদের ভালোবাসার গল্প শোনায়।
আসো মিলে যাই এই গ্রহণের রক্তিম সন্ধ্যায়,
উষ্ণ করি হৃদয় সেই ব্যাকুল মুগ্ধতায়।
পারবে না কি ভাসতে তুমি?ভয় পাবে ডুব দিতে?
ভিজতে পারবে না ভালোবাসার বৃষ্টিতে?
সমুদ্রে ওপার যেতে পারবে না?
গোপন আবিরে কেশ রাঙাবে না?
ওই প্রকৃতির কোলেই তো মিশবো আমরা,
ওই বর্ষার জলই যে দেবে পাহারা।
ওই নদীই তো প্রহর গুনবে,পাবে যন্ত্রণা,
তুমি কি আসবে না?
No comments:
Post a Comment
Please put your comment here about this post