কবিতারা
Image Courtesy: Google Images |
কবিতারা ভীড় করে মনে আসে,
ওভেনের ধারে মগজ তখন
মাছের হিসেব কষে।
মাছের ঝোল নয়ত ঝালের মতো
হাঁড়ির ভাতটা ফোটে যেন ঠিক মতো।
আমি সুগৃহিনী,
কবিতারা বুঝতেই চায় না।
ওরা প্রেম বিলাসী
ওরা মানিনী।
সময় খুব অল্প
অত কি সময় আছে
লিখব গল্প!
তাহলে তো টিফিন করা
থাকবে বাকী,
ঘরের তাকটা থাকবে আগোছালো
এলোমেলো।
উঁচু দরের ভাষা
'বিলম্বিত ' 'বিচ্ছুরিত ''সাদুর্য্য'
এসব লিখতে পারি না।
আমি তো কবি নই ,আমি গৃহিণী।
মনের কোনেতে আনাগোনা
যে সুরের লহরী,
তাকে করেছি ত্যাজ্য।
শুধু বন্ধুরা জানে
যারা ভালবাসে কাব্য,
আমার কবিতা হয়ত নয় সুখশ্রাব্য।
এতো শুধু মন দিয়ে
মনকে খোঁজা কবিতায়|
অলঙ্কার নেই, ভাষা নেই
কিযে বলে সোজা মনে
গেঁথে যায়।
শোন বন্ধু,
কবিতা আমার কলমের ডগায়
কাব্যিক হয় না।
আমি তো কবিই নই।
No comments:
Post a Comment
Please put your comment here about this post