নদীকথা
Image Courtesy: Google Images |
বাধার পাহাড় ভেঙে গেছে এক নিমিষে আত্মতেজে।।
এগিয়ে যাওয়ার সেকি উদ্দম, সেকি দুর্বার বহমানতা
এমনি করেই গতি দিয়ে সে লেখে তার আত্মকথা।।
কত গিরিখাত আছড়ে পড়ে বয়ে চলে তবু প্রখর তেজে
ক্লান্তির বালু পথ রোধ করে তবু গিয়ে মেশে সাগর মাঝে।।
কখনও আবার শান্তশীতল, তৃষাতুর পায় জীবন দান
শুধু বয়ে চলে স্মমুখ পানে নেই কোন তার মিছে পিছুটান।।
উথাল পাতাল বুকের মাঝে তবুও ধীর তবুও স্থির
ভাটার সময় মরাগাঙ, জোয়ার এলেই ডুববে তীর।।
জোয়ার ভাটার খেলায় জীবন, কখনও খরা, কখনও প্লাবন
নদীর গতি জীবনে নামুক, নদী সম হোক আত্মকথন।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post