আপন মনের মাধুরী
শম্পা সান্যাল
সংখ্যা -৬ , (৩১ শে মে,২০১৮) | |
অনেক কথা মনে আসে,
খাতার পাতায় সেসব কথা
সাজাই যতনে। মানে, যতটুকু
আমার দ্বারা সম্ভব;
তাল, মিল গরমিল
ছন্দ? ছত্রে ছত্রে ভঙ্গ করার জন্যই
যেন, হয়েছি সামিল।
তবু আমি লিখি।
লিখতে ভাল লাগে বলে লিখি
লিখি দুঃখ পেলে, লিখি আনন্দে।
কারণে অকারণে কত যে হিজিবিজি লেখা
একদম কাছে, থাকে রবি
আছে, অন্যরাও ;আসল
সহায়, সেই তো! জোগায় মনের রসদ,
শব্দ, ভাব-ভাষা সেসবও মেলে; এই
ভাবে আমি লিখি। নাই বা পড়লো কেউ।
নিজ-সৃষ্ট ধন! বড়ো মায়া
ফেলে রেখে যাবো এ জঞ্জাল, তারপর
কারো হাতে ঠোঙা-রূপী যদি আসে !
তারোও যদি থাকে আমারই মতো
বদভ্যাস!
কোথাকার কে! আগা নেই, মাথা নেই। আছে
আবছা হয়ে যাওয়া, স্বপ্ন-গন্ধ মাখা মোহ-ছোঁয়া
আভাস; যা ভাসাতে চায় তাকেও!
পাকা-কাঁচা যেমনটি হোক্।
আভরণে চাপা পড়ে আছে, এরকম
No comments:
Post a Comment
Please put your comment here about this post