মেঘা
দেবশ্রী চক্রবর্তী
সংখ্যা-১১, (১১ই জুন,২০১৮)
একরাশ বুনো মেঘ
হাত ধরে টেনে বলে-
চলে আয় দুজনা তে উড়ব,
নীলাকাশ-সবুজের গালিচাতে
দুজনে দুজনাতে
মিলেমিশে এক হয়ে খেলব।
যতদূর নেশা হয়
যতদূর দৃষ্টি
ঝরে পড়ি চল হয়ে বৃষ্টি
আমি তুই দুজনায়,
চোখে চোখ হাতে হাত
চল করি কিছু অনাসৃষ্টি।
দুজনেই উন্মাদ-
অঝোরে ঝরে যাই
সবুজ আজ হোক বন্য
চোখে চোখ ধরে রাখ
শেষ বার বলে যা
আমি শুধু, শুধু তোর জন্য।
চোখে চোখ হাতে হাত
No comments:
Post a Comment
Please put your comment here about this post