গর্বিত বাঙালী
অভীক দে সরকার
সংখ্যা,২০ (১১ ই জুলাই,২০১৮)
|
বাংলা বড়ই গর্বের জায়গা, মোর মাতৃভাষা
ফেসবুকেতে কাব্য করি লাগে খুবই খাসা।।
কবি দলের সদস্য হয়ে বুকটা গর্বে ফোলে,
দলের সংখ্যা যখন বাড়ে, পা পড়েনা ধরাতলে।।
কাব্যের ভাষা যদিও কঠিন, মাথার উপর দিয়ে যায়,
আরে সবাই যদি বুঝে ফেলে তাহলে মান রাখাই তো দায়!!
সুর, তাল, ছন্দ খোঁজার চেষ্টা কোরো না ভাই ,
আরে আমারটা আধুনিক ! রবি ঠাকুরের পদ্য নাকি ছাই ??
আমার ফেসবুকের ভক্ত সংখ্যা আশাকরি জানা আছে নিশ্চয় !
"ভালো, দারুণ " ওসব তো সস্তার শব্দ, ওদের তারিফ ও কাব্যময়।।
আমার বড় গর্বের জায়গা, প্রবাসী বাঙালী মোরা,
বাংলা ভাষাটা বাঁচাবে কে? এই আমাকে ছাড়া !!
বাংলা থেকে দূরে আছি মাইল হাজার দুয়েক,
ছেলেটা মাম্মা- পাপা বলে, বাবা-মা ওসব তো ফেক্ ।।
বাড়ীতে বাংলার নেই চল, হিন্দি- ইংরেজী ই ভরসা,
ছেলেটাকে মানুষ করতে হবে তো, অজুহাত তৈরী খাসা ।।
ছেলেটা আমার বাংলা বলেনা, বোঝে একটু-আধটু,
সোসাইটিতে টিকে থাকতে হলে স্যাক্রিফাইস ও করতে হবে বৈকি একটু ।।
বাংলা ভাষা বাঁচাতে হবে? দায়িত্ব নিয়েছি তো আমি !!
ছেলেটাকেও বাংলা শেখাতেই হবে?? না না ওসব তোমাদের ন্যাকামি ।।
বিয়ে বাড়ি আর যাওয়া হয়না, তবে ম্যারেজ পার্টিতে যাই,
জামদানি-তসর ভুলে যাও, এখন লেহংগা-চোলি চাই ।।
আইবুড়ো ভাত বড্ড সেকেলে, মেহেন্দী-মহিলা সংগীত তো আছে !
তোমরা বড্ড স্মৃতি কাতর, নাক সিঁটকোও মিছে ।।
মন্দিরে যে বড্ড ভীড়, শিবরাত্রি না করলে কি হয় ?
আমরা বাপু "করবা-চৌথ" করি, কারণ ওটা বাড়ীর ছাদে ও হয় !!
কালী পুজো "ও-বাবা" ! সে তো রাত বারোটায় হয়,
দিওয়ালি মানালে ক্ষতিটা কী? ও তে ড্রাইফ্রুটস্ ও পাওয়া যায় ।।
দোল পূর্ণিমায় সত্য-নারায়ণ পুজো ! তোমাদের নেই বুঝি কোন কাজ ?
আরে দারু পিও, হোলি মানাও, ভোলো সব লাজ ।।
মকর সংক্রান্তি বড়ই ন্যাকা-ন্যাকা, আবার পিঠে-পুলি বানাও !
তার চেয়ে বরং ফ্যামিলি নিয়ে লং ড্রাইভে যাও ।।
ভান্ডারে যদিও আছে অনেক, তবুও এবার আমি থামি,
বাংলা আছে মনের মধ্যে, তবু হাসেন অন্তর্যামী !!
No comments:
Post a Comment
Please put your comment here about this post