বাংলার মিষ্টিমুখ
অভীক দে সরকার
কলকাতার রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ,
সাথে আছে মিহিদানা, কমলা আর রাজভোগ।।
জলভরা তালশাঁস যদি চাও খেতে,
নরম কড়া সবই পাবে, হবে বাংলায় যেতে।।
সন্দেশ পাবে তুমি হাজারো স্বাদে,
মিল্ক কেক, কালাকাঁদ পাবে শেষ পাতে।।
সরভাজা ভাল লাগে? নাকি সরপুরিয়া??
রসালো বোঁদে চাই না ক্ষীরের গুজিয়া।।
রসমালাই খুব প্রিয়? না মালাই চমচম??
একটায় কী হবে? একডজন কম সে কম।।
খেতে চাও গজা বা লবংগ লতিকা?
লেডিকেনি পেতে হলে ঘুরে যাও ঝটিকা।।
শেষ পাতে চাই নাকি একটু মিষ্টি দই ?
আর কোথাও পাবেনা যতই খোঁজো নেট আর বই ।।
আরও সব আছে কত বাহারি নামের,
বেশী লোভ দিওনা রুগী যারা সুগারের।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post