যুগলবন্দী- সংখ্যা # ১৪
ক্যামেরায়ঃ ফিরোজ আখতার
বৃষ্টি বিন্দু
তখন চৈত্র বেলা----
ফুটিফাটা ছিল মাটি
জীর্ণ , ধূসর আমার সবুজতা
বুকের পশমে যন্ত্রণা; পরিপাটি
আজ যখন বৃষ্টি গেছে থেমে
তবু রূপকথা টুপটুপ লুটোপুটি
সবুজ পাতারা হাওয়ার সাথে মিলে
করে সারাবেলা কানাকানি, খুনসুটি।
অলঙ্করণঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী
No comments:
Post a Comment
Please put your comment here about this post