যখন আমি ছোট ছিলেম
একরত্তি মেয়ে
ছোট্ট চারা পুঁতেছিলেম
পুকুর পারে ঐ দিকেতে
যেথায় আছে পাতার কুঁড়ে
সেই খানেতে গিয়ে।
চারা গাছে জল ঢালতেম রোজ,
মা বলত "যা না হোথা,
বাস কর না পুকুরপাড়ের ঘরে "।
দিন গেল তো এল আঁধার সাঁঝ
তারপরেতে দিন,
আমার মনে বাজত কেবল
ভাললাগার বিন।
কখন যেন ফ্রক ছেড়েছি
অঙ্গে তাঁতের শাড়ী,
গাছগুলো সব আমার সঙ্গে
বাড়ছে তাড়াতাড়ি।
শান্ত শীতল ছায়ায় ঘেরা
পুকুরখানির জল
হঠাৎ দেখি ছোট্ট ঢেউয়ে
জল হল চঞ্চল।
মা বলল হেসে
"মেয়ে যে আমার ডাগর হল
নিয়ে যাবে রাজপুত্তুর এসে।"
পুকুর পাড়ের স্বপন ঘেরা ঘর
কখন যেন এক নিমেষে
No comments:
Post a Comment
Please put your comment here about this post