বৃষ্টি তুই কার?
তোকে আমি ধরব বলে,
তোর ফোঁটা গায়ে মাখব বলে
ফিরছি বারে বার।
বৃষ্টি তুই মুক্তো হবি,
হীরে,মাণিক,পান্না?
তুই হবি আজ একলা ঘরে
গোপন রাতের কান্না।
বৃষ্টি তোর ষ্পর্শ আসুক
আমার চোখের পাতায়,
আমার গালে,আমার ভালে
ঝরুক আমার মাথায়।
বৃষ্টি আসুক ফোঁটায় ফোঁটায়
মৌবনটা ঘিরে,
বৃষ্টি আসুক হাসি কান্নার
স্নিগ্ধ অচিন সুরে,
ছুট্ লাগাল মনটা আমার
রূপকথার এক দেশে,
বৃষ্টি,তুই রাজপুত্তুর
আসিস হাওয়ায় ভেসে।
অলঙ্করণ ঃ স্বরূপ চক্রবর্তী, ফিরোজ আখতার
No comments:
Post a Comment
Please put your comment here about this post