অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, August 25, 2018

যুগলবন্দী ৯ -কবিতা -সান্ত্বনা  দাসঃ মুস্তাক আহমেদ

    যুগলবন্দী- সংখ্যা # ০৯   

কলমেঃ সান্ত্বনা   দাস
ক্যামেরায়ঃ মুস্তাক আহমেদ 


ঝুমা







সেদিনও এমনিই বৃষ্টি ছিল। 
আমরা হেঁটেছিলাম হাত ধরে 
সমুদ্রের তীরে তীরে, 
এমনই বৃষ্টি ছিল ঝুমা। 
বৃষ্টির ফোঁটাগুলো 
গড়িয়ে পড়ছিল 
তোমার চুল থেকে 
মুখে, চোখে, ঠোঁটে।
মিষ্টি হাসি লেগেছিল 
তোমার মুখে,
সব পাওয়ার আনন্দ 
তোমার চোখে।
বৃষ্টি পড়ছিল আপন খেয়ালে 
টিপ টিপ টুপ টাপ। 
আমার ডান হাতের আঙুলগুলো 
জড়িয়ে ছিল 
তোমার বাম হাতের আঙুলে। 
দুজনের একসাথে 
পায়ের ছাপ পড়ছিল 
ভিজে বালির ওপর।
আকাশে মেঘের গুঞ্জন 
সমুদ্রে ঢেউয়ের গর্জন। 
ফিস ফিস করে বললে 
'আমায় ছেড়ে কখনও 
যেওনা তুমি '।
তোমার কপালের লাল টিপটা
জ্বল জ্বল করে উঠল 
বিকেলের আলোয় ,
তোমার মাথায় পরম আশ্বাসে 
হাত রাখলাম  আমি। 
কলকাতায় এসে 
জ্বরে পড়লে তুমি|
দিন দিন বেড়েই চলল জ্বর|
তোমার ক্লিষ্ট মুখে
সব হারানোর ভয়|
ওষুধে আর ডাক্তারে
ভরিয়ে দিলাম ঘর|
মনে মনে ভাবলাম
ভয়কে করব জয়|
একদিন
বৃষ্টি নামল ঝমঝম করে 
তুমি বললে 
'জানালাটা দাও বন্ধ করে'। 
বন্ধ শার্সিতে বৃষ্টির ফোঁটা, 
দুধ সাদা বিছানায় তুমি। 
এমনি করেই শ্রাবণটা কাটছিল। 
হঠাৎ একদিন বিছানাটা 
খালি হয়ে গেল। 
তুমি চলে গেলে 
কোন এক অপার্থিব জগতে।
রইল পড়ে ওষুধের শিশি,
স্যুপের বাটি 
আর তোমার ব্যবহারের জিনিস 
দেশি বিদেশি।
পড়ে রইল বিছানার পাশে 
ফুল সদ্য ফোটা। 
শ্রাবণটা এখনই যায়নি চলে। 
বৃষ্টি নামে 
ফোঁটা জমে শার্সির গায়ে। 
তোমার স্পর্শ লাগা আঙুলে 
ফোঁটা কোটে নাম লিখি 
        'Jhuma'
তোমাকে পারিনি রাখতে কাছে 
তুমি আমায় করে দিও ক্ষমা।








অলঙ্করণ ঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী

BACK TO INDEX














No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান