সেদিনও এমনিই বৃষ্টি ছিল।
আমরা হেঁটেছিলাম হাত ধরে
সমুদ্রের তীরে তীরে,
এমনই বৃষ্টি ছিল ঝুমা।
বৃষ্টির ফোঁটাগুলো
গড়িয়ে পড়ছিল
তোমার চুল থেকে
মুখে, চোখে, ঠোঁটে।
মিষ্টি হাসি লেগেছিল
তোমার মুখে,
সব পাওয়ার আনন্দ
তোমার চোখে।
বৃষ্টি পড়ছিল আপন খেয়ালে
টিপ টিপ টুপ টাপ।
আমার ডান হাতের আঙুলগুলো
জড়িয়ে ছিল
তোমার বাম হাতের আঙুলে।
দুজনের একসাথে
পায়ের ছাপ পড়ছিল
ভিজে বালির ওপর।
আকাশে মেঘের গুঞ্জন
সমুদ্রে ঢেউয়ের গর্জন।
ফিস ফিস করে বললে
'আমায় ছেড়ে কখনও
যেওনা তুমি '।
তোমার কপালের লাল টিপটা
জ্বল জ্বল করে উঠল
বিকেলের আলোয় ,
তোমার মাথায় পরম আশ্বাসে
হাত রাখলাম আমি।
কলকাতায় এসে
জ্বরে পড়লে তুমি|
দিন দিন বেড়েই চলল জ্বর|
তোমার ক্লিষ্ট মুখে
সব হারানোর ভয়|
ওষুধে আর ডাক্তারে
ভরিয়ে দিলাম ঘর|
মনে মনে ভাবলাম
ভয়কে করব জয়|
একদিন
বৃষ্টি নামল ঝমঝম করে
তুমি বললে
'জানালাটা দাও বন্ধ করে'।
বন্ধ শার্সিতে বৃষ্টির ফোঁটা,
দুধ সাদা বিছানায় তুমি।
এমনি করেই শ্রাবণটা কাটছিল।
হঠাৎ একদিন বিছানাটা
খালি হয়ে গেল।
তুমি চলে গেলে
কোন এক অপার্থিব জগতে।
রইল পড়ে ওষুধের শিশি,
স্যুপের বাটি
আর তোমার ব্যবহারের জিনিস
দেশি বিদেশি।
পড়ে রইল বিছানার পাশে
ফুল সদ্য ফোটা।
শ্রাবণটা এখনই যায়নি চলে।
বৃষ্টি নামে
ফোঁটা জমে শার্সির গায়ে।
তোমার স্পর্শ লাগা আঙুলে
ফোঁটা কোটে নাম লিখি
'Jhuma'
তোমাকে পারিনি রাখতে কাছে
No comments:
Post a Comment
Please put your comment here about this post