তবে, তুমি কেনো এসেছিলে? পূর্বরাগে,
মন- বনান্তে, অন্তহীন- আকাশলীনা।
ফাগুণ- আগুণ- রামধনু' রং এ'
ছড়িয়েছিলে, অন্তবিহীন- বেখেয়াল মন!!
ঢেকেছিলে কেন? ধোঁয়াশা- আশা- ভালবাসা,,
একরাশ, মন্দ- ভালোলাগা, অনুরনন' এ'
নিরেট আচ্ছাদনে।
আলো - আঁধারি জলছবি এঁকেছিলে
দুখী- সুখী, দিনান্তে- নিশান্তে, তাপে- নিরুত্তাপে।
কিছু আশা, মিথ্যে ভালবাসা,
স্বপ্নদিলে সবুজ- অবুঝ, সংকল্প- উপাসনা,
মন মন্দিরে।
কেন? আদিগন্ত- অন্তহীন পথে লীন হতে দিলে।
একা ছিলাম,, বেশ ছিলাম আকাশলীনা,
নিজের স্বর্গরাজ্যের অনুভুতিতে,
কেন তবে ধরা দিলে মরুভূমির মরীচিকা হয়ে।
দুর্দম- দুধর্ষ- দুর্ধর,,, কষ্ট' টা' চেপে আজ ও' বলি
ভাল থেকো অন্তহীন- আকাশলীনা !
তুমি ভাল থেকো?
No comments:
Post a Comment
Please put your comment here about this post