ভূরিভোজের রকম সকম
স্বান্ত্বনা দাস
|
সংখ্যা -২৫, (৮ ই আগস্ট , ২০১৮)
|
বঙ্গ জুড়ে ভূরিভোজের বিশাল আয়োজন ,
সেই তত্ব শোনাতে আজকরি আলাপন।
বোশেখ মাসে পড়ল ঝড়ে কচি কাঁচা আম,
চাটনি খেলাম আচার খেলাম পুরল মনস্কাম।
জষ্ঠ্যি মাসে জামাইষষ্ঠী ভূরিভোজের মেলা,
জামাই ভোজে পড়ল দেখ পঞ্চব্যঞ্জন থালা।
জাম এল আর কাঁঠাল এল মিষ্টি হাঁড়ি হাঁড়ি,
রসগোল্লা কাঁচাগোল্লা আসল ভূরি ভূরি।
বর্ষা কালে ইলিশ ভাপা চিংড়ি মালাইকারি,
ভাদ্র মাসে গাছে গাছে তাল যে সারি সারি।
তালের বড়া তালের লুচি তালেরই উৎসব,
ভূরিভোজের আনন্দেতে উঠল কলরব।
শীতের দিনে চাদর গায়ে বসে মিষ্টি রোদে ,
খেজুর রসে ডুবিয়ে লুচি মন ভরে আল্হাদে।
পিঠে পুলি পাটিসাপটা দুধের পুলি মালপো
এসব কথা বঙ্গবাসীর নয়ত শুধু গল্প।
এস না ভাই সব ভুলে আজ ভূরিভোজে যাই
,দুঃখ ভুলে আনন্দেতে পেটটি পুরে খাই।
No comments:
Post a Comment
Please put your comment here about this post