অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Sunday, August 26, 2018

যুগলবন্দী ৭ -কবিতা -মুস্তাক আহমেদঃ মুস্তাক আহমেদ

    যুগলবন্দী- সংখ্যা #৭ 

কলমেঃ মুস্তাক আহমেদ
ক্যামেরায়ঃ  মুস্তাক আহমেদ

হৃদমাঝারে মায়া-মেঘ 







তোর হৃদয়হীন প্রখরতায় বাষ্পীভূত হয়ে,
তোর অবজ্ঞা ধূলিকণার সাথে ঘনীভূত হয়ে,
তোর অপবারিত বাতাস কর্তৃক সম্পৃক্ত হয়েও
এ চক্ষুকূল প্লাবিত হয় না ;
হুম ! চোখ ভরে আসে, 
হয়ত আবেগের আরেকটু শব্দহীন আত্মপ্রকাশে 
চক্ষুদ্বয় হারাবে জলধারণ ক্ষমতা।
কিন্তু তোর বেবাক অবহেলাতেও 
আমি পুরস্কৃত :
পেলাম -  নিয়ন্ত্রণ, সংযম।
একি  বজ্রনিনাদ না সর্বহারার আর্তনাদ ? 
এই দুই কি আদৌ কর্ণগোচর হয় তোর ?
আতঙ্কিত হওয়ার ভয়ে প্রথমটাতে কানে হাত দিস,
দ্বিতীয়টাতে, সমব্যাথীত না হওয়ার জন্য কান পাতিস -
রাত কোকিলের পিহু পিহু রবে।
তীক্ষ্ণ বৈভবের পিহু রবে
আমার অভাব অনুভব হয় ?
চেহারায় তোর অনুবেদনা প্রতীত হয় কেন ?
আমার সুর-লহরীর উচ্চতান 
আর কোকিল কন্ঠের তীক্ষ্ণতা ;
এই দুয়ের মধ্যে সাদৃশ্য খুঁজে পাচ্ছিস ?
নাকি যেভাবে তোর, নগ্ন বুকের উপর
মধ্যমা দিয়ে আমার নাম লিখতাম,
সেই ভাবেই পিহু রবের তীক্ষ্ণতা 
তোর মনিকোঠায় আবার 
সেই নাম খোদাই করছে ?
প্রেম-প্রস্তাবের সেই রৌদ্রোজ্জ্বল, নাতিশীতোষ্ণ, মৃদুমন্দ বায়ুপূর্ণ শরৎ সকাল, তোর স্মৃতিচারণায় মেঘাচ্ছন্ন, ঝঞ্ঝাপূর্ণ, স্যাঁতসেতে হয়ে উঠছে কেন ?
লাগুক দাবানল, পুড়ে যদি ছারখার হয় 
তোর অবহেলায় এ কল্পনা সংসার 
সাধবো আমি তবে মিঁয়া-মলহার,
জমায়েত হবে মেঘ -
আকাশে, তোর মানসপটে।
অঝোর বর্ষণে শস্য-শ্যামলা করবে 
তোর হৃদয়হীন মরুভূমি,
ফোটাবে অনুবেদনার ফুল 
হয়ে উঠবে - 
সাধকের তীর্থভূমি !



                                                                               অলঙ্করণ ঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী






























No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান