যুগলবন্দী- সংখ্যা # ১৬
কলমেঃ মৌসুমি চক্রবর্তী
ক্যামেরায়ঃ প্রতীক কুমার মুখার্জি
বৃষ্টি স্নাতা শহর
বর্দ্ধমান তাপপ্রবাহ-জ্বরে
যে শহর পোড়ে রাত-দিন , দিনে রাতে
সেই শহরেও অঝোরে বর্ষা নামে
আষাঢ়ে - শ্রাবণে , অবিরল ধারাপাতে।
তোমার আমার যেদিন দেখা হ'ত
বৃষ্টি নামত শহরের বুক জুড়ে
হাত ধরাধরি পেরিয়ে যেতাম পথ
ব্যস্ত শহর ছাড়িয়ে, অনেক দূরে .....
No comments:
Post a Comment
Please put your comment here about this post