যুগলবন্দী- সংখ্যা # ১৫
কলমেঃ মৌসুমি চক্রবর্তী
ছবিঃ প্রতীক কুমার মুখার্জি
দিগন্তে
কথা ছিলো, একফালি চালাঘরে
দুজনে বাঁধব এমন সুখের ঘর
নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে,
তপ্ত হবে যদি বা বালুর চর...
তবু আমরা হাল ভাঙ্গা নৌকোতে
ভেসে চলে যাব অতল সমুদ্দুর
ঢেউ এর 'পরে উঠবে বিশাল ঢেউ
জমবে মেঘ; উঁকি দেবে রোদ্দুর...
সমুদ্রটা ফেলে এসেছি দূরে
এখন সে শুধুই স্মৃতির কোলাজ
বৃষ্টি এখনো ঝরে সমুদ্র জুড়ে
No comments:
Post a Comment
Please put your comment here about this post