আমি দর্শন তৃষ্ণায় মূর্ছিত মুসা,
আমি অশ্রুজলে বিক্ষিপ্ত কারোর শ্রীহীন সুরমা।
আমি প্রেমিকার দ্যুতিতে ভস্মীভূত কোহেতুর,
আমি কোন বিধবার সিঁথির অতীত সিঁদুর।
আমি পদ্মাবতীর প্রতি প্রেমিকের সেই অপলক দৃষ্টি,
আমি ভূমি চুম্বনের পূর্বেই বাষ্পীভূত বৃষ্টি।
আমি অজ্ঞাতনামা উপন্যাসের উদাসীন উপসংহার,
আমি মরুভূমির বৃষ্টি প্রার্থনায় মিঁয়ার মালহার,
আমি অবসাদ-মেঘ অবসানে রৌদ্রোজ্জ্বল আকাশ,
আমি ভোরবেলার অতলস্পর্শী মৃদুমন্দ বাতাস।
আমি সমুদ্রে ভাসমান বোতল মধ্যস্থ চিঠি,
আমি খেয়াঘাটের শেষ নৌকার অন্তিম তিথি।
আমি সুফি দরবেশের অর্জন করা আত্মবিস্মৃতি,
আমি প্রেমিকার হাতে মদ্যপানে ভ্রষ্ট মতি।
আমি প্রেমোন্মাদ, আমি অবমাননাকারী আজাজিল,
No comments:
Post a Comment
Please put your comment here about this post