জল টল্ টল্
চোখ ছল্ ছল্
দুঃখী দুঃখী মুখ
নেই যেন সুখ।
ন্যাড়া মাঠটা
যেথায় হয়েছে শেষ
খড়-খাপলার
ঘরে মা, রয়েছে বেশ।
ত্রিপলের ছাদ,
দরমার বেড়ায়
চার দেয়াল,
জল জমেছে,
দুঃখিনী মায়ের
তবু নেই খেয়াল।
আগের বর্ষায়
মা' এর ভেঙ্গেছে ঘর
দিন-দুঃখিনী মায়ের
বুকে ভালবাসা
ভাঙ্গেনি অন্তর।
স্বামীহারা সে' যে--
"সোজন_বাদীয়ার_ঘাট"
আজো রয় নীরবে
মা' যেথায় হয়েছে
No comments:
Post a Comment
Please put your comment here about this post