মম অন্তর সম মোর প্রিয়তম
আজ তুমি কাছে নাই,
ব্যাথা ভরা প্রাণে ব্যকুল হৃদয় নিয়ে
তব পথপাণে তাই চাই।
বহুদিন তুমি কাছে নাই
ওগো মোর প্রিয়প্রাণ সজনী,
কেমনে কাটাই বল আমি
বিনিদ্র এই দিবস- রজনী।
গহন মনের গভীর আঁধারে
একাকী পথ চলি আজি আমি
তব নিরাশার পথপানে আজ
চেয়ে আছি আমি দিবসযামী
অস্রুসজল আঁখি নিয়ে…
প্রিয়ার বেশে এসেছিনু…
তবদ্বারে…
একথা আজ স্মৃতি হয়ে মোরমনে
ফিরে এসেছে বারে বারে।।
নিদ্রাহীন আঁখিপাতে- শয়ণে স্বপণে
জাগরণে ছিলে মোর সাথে।
কাটাইছ তমসাঘন, সুমধুর কত রাত,
ভালবাসার ডোরে বেঁধেছিলে মোরে
রেখেছিলে হাতে হাত।
বিদায় বেলা দেখেছিলে তব প্রিয়ার
অস্রুসজল আঁখিজল,
তব হৃদয় ব্যাথায় উথলি উঠেছিল কি
টলমল?
সবই আছে কাছে তবু মনে হয়
কিছু নাই, আঁধারে আমি একা
চকিত ভীত হরিণীর মত পিছু ফিরে
চাই_ যদি পাই খুঁজে তব দেখা।
ক্লান্ত আমি শ্রান্ত পথিক, পথমাঝে,
আজি দিশাহারা। গহীন মনের গভীর
আঁধারে আজি আমি পথহারা।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post