যুগলবন্দী- সংখ্যা #৪
কলমেঃ মুস্তাক আহমেদ
ক্যামেরায়ঃ মুস্তাক আহমেদ
চির প্রতীক্ষারত- বুড়ি পুকুরের পাড়ে
ক্লান্ত পথিকের ক্ষণিক বিরতির ন্যায়
স্বল্পকালীন, সুখদায়ী স্মৃতি তোকে নিয়ে
তোর অবরুদ্ধ দ্বারের কড়া নাড়া দিয়ে
অনুত্তরিত !!!
প্রেমপত্র গুলি অতিথি হল তোর দুয়ারের বাইরেই থেকে গেল, প্রবেশ নিষিদ্ধ।
আমার দিকেও চেয়েছিলি;
উন্মীলিত দৃষ্টি যেন বাকরুদ্ধ, অভিভূত
যদি পলক ফেলতিস
আমার ছবি গ্রথিত হত
তোর হৃদয়ে !!!
অপলক দৃষ্টি পথ দিয়েই বয়ে গেল ।
তোর নিরন্তর তাকিয়ে থাকা ছেপে গেল,
মাথা নত করলাম চোখ বন্ধ করে -
তোর চেহারার ঐচ্ছিক আনমনা মনে সহস্রাধিক অনৈচ্ছিক তুফান উদ্রেক করে ।
আয়ু-বৃক্ষের শেষ পাতা ঝরে পড়ছে,
এ শীতলতা ছেড়ে প্রাণ পাখি পাড়ি দিয়েছি,
কোন উষ্ণ আশ্রয়ের খোঁজে।
এমনিই এক মায়াবী সাঁঝে
বুড়ি পুকুরের পাড়ে তোর অকস্মাৎ আগমন,
তোর গা ছুঁয়ে যাওয়া বাতাস জাগালো শিহরণ,
কবর মধ্যস্থ এক অসাড় দেহে।
কাছে এসে চিনতে পেরে মাথায় হাত দিলি সস্নেহে;
তোর স্বর্গীয় আঁচে আজ আর প্রাণের সঞ্চার হল না,
পাগল তাই অন্তিম সংস্কার টাও জুটলো না !!!
মন দিয়েছিলাম - সম্পূর্ণ সমর্পণ তোর প্রতি,
প্রান দিলাম - বাঁচল প্রেম শেষ অবধি,
মৃত্যুর পরও খোলা চোখ - তোর অপেক্ষার চরমতম পরিণতি |||
No comments:
Post a Comment
Please put your comment here about this post