কাল্পনিক
শরতের সকালে
কাশবনে দুজনে
সেদিনও তুই, আমি
খেলেছি……,
শিশির সিক্ত ঘাসে
আলপথ ধ’রে-
কত কথা একই পথে
লিখেছি……,
নির্মল বাতাসে,
কচি কচি হাতে মোরা,
শিউলির সাজি-ডালি
ভরেছি……,
ছুট ছুট একছুট,বাঁধা,ভয়
কাকে বলে জানিনা
শুধু প্রকৃতির নীতি
মানুষের রীতি নীতি
মানিনা…………,
সবুজে স্নান ক’রে
খিল
খিল হাসিতে
শুভ্র সাদা কাশে
কে যেন সুর ধরে
বাঁশিতে……,
আকাশের নীল থেকে,
একমুঠো গাঢ় নীল,
মোরা চুপি চুপি ভরেছিনু মনেতে
আজও তোকে খুঁজে ফিরি
ফিরে আয় -যাই ছুটে রাঙামাটি সবুজের
বনেতে……………,
সেদিন যেমন ছিলি
আজও তোকে
রেখেছি মনের
গভীর গোপন
কোনেতে............
শরতের প্রতি ঊষা, প্রতি
সাঁঝ
আলো ক’রে আজও
সেই নীতি হীন স্মৃতি মোর
কল্পনা ছিলনা তখন এখনও নয়
মনে পড়ে নির্মল হাসি তোর,
মন বলে শুধু বলি
রাঙামাটি, কাশবন
নীল দীঘি
No comments:
Post a Comment
Please put your comment here about this post