বিচ্ছুরণ
এসোনা......
কবিতা কবিতা খেলি সর্বক্ষণ
একই আকাশ
ভিন্ন উঠোন।
আরশিতে মুখ রাখি যখন
ধোঁয়াশায় দেখি অন্যমন।
সবুজ প্রান্তরে ভালোবাসায়
মাখানো জীবন
ঝরাপাতাদের নেই কোনো
আয়োজন।
আছে শুধু কুয়াশা ঘেরা
মিষ্টি শীতের শিহরণ।
কোথাও সামাজিক অস্থিরতা
বাঁধা পড়বে না এ জীবন
খুনসুটি, হুটোপুটি, মাখামাখি
জীবনের সাত রঙ.........
কখনো সমুদ্র মন্থন
কখনো আবার সুরের মূর্ছনায়
হারিয়ে যাওয়ার সন্ধিক্ষণ।
ঠিক তখনই ঘটবে হাজার
কবিতার বিচ্ছুরণ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post