বাড়িঘর
সাধ আর সাধ্য-
ফারাক বিস্তর!
আকাঙ্খার সিঁড়ি
তোলে-
ইঁটের ওপর ইঁট,
আকাশছোঁয়া নতুন
বাড়ি!
খোলা জানালায়
অনুজ্জ্বল আলো,
ঘুম ঘুম মেঘের
বুক চিরে-
চমকানো বিদ্যুৎ ;
বাড়ি কি শুধুই
আশ্রয়?
মনের অতলান্তিকে
থাকা অনুভূতির ঠিকানা নয়?
অন্ধ আবেগের ওপর
অহংকারের ঘন প্রলেপ!
মনের আগুন নেভায়
নরম পলিতে গাঁথা মিথ্যের তৃপ্তি;
বুকের মাঝে
খুঁজে পাওয়া নিশ্চিত আরাম-আজ বিলীন!
অনেক খরচায় বাড়ি
আজ অট্টালিকা,
No comments:
Post a Comment
Please put your comment here about this post