জীবনানন্দ দাশের প্রচ্ছয়া
তখন ছিলাম দ্বাদশ শ্রেণি
কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমার কিশোরচোখ
হঠাৎ-ই আটকে গেলো বছর তিরিশের মেয়েটির প্রতি ৷
ময়লা রঙ, ময়লা শাড়ি আর একজোড়া হরিণচোখ-
পরজীরিপূর্ণ গভীর দীঘি'র মতো শান্ত ও শ্রান্ত...
আমার থেকে বছর তেরো-চোদ্দ বড়ো
তবু প্রেমে পড়লাম সেদিন ৷
স্টপেজ আসতে নেমে গেলেন তিনি
নামার আগে আড়চোখে দেখে নিলেন
এক কিশোর কপোত'কে ৷
তার বেনামী সুবাস শাড়ি'র আঁচলে বাঁধা গিটের
মতো-ই ভেসে গেলো পানকৌড়ি'র দলে ৷
আমি নির্নিমেষ...
জীবনানন্দ দাশের প্রচ্ছায়া'র মধ্যে বিলীন হয়ে গেলাম।
কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমার কিশোরচোখ
হঠাৎ-ই আটকে গেলো বছর তিরিশের মেয়েটির প্রতি ৷
ময়লা রঙ, ময়লা শাড়ি আর একজোড়া হরিণচোখ-
পরজীরিপূর্ণ গভীর দীঘি'র মতো শান্ত ও শ্রান্ত...
আমার থেকে বছর তেরো-চোদ্দ বড়ো
তবু প্রেমে পড়লাম সেদিন ৷
স্টপেজ আসতে নেমে গেলেন তিনি
নামার আগে আড়চোখে দেখে নিলেন
এক কিশোর কপোত'কে ৷
তার বেনামী সুবাস শাড়ি'র আঁচলে বাঁধা গিটের
মতো-ই ভেসে গেলো পানকৌড়ি'র দলে ৷
আমি নির্নিমেষ...
জীবনানন্দ দাশের প্রচ্ছায়া'র মধ্যে বিলীন হয়ে গেলাম।
No comments:
Post a Comment
Please put your comment here about this post