বয়স আবার কি হে?
কে বলে রে -
বাড়ছে বয়স
হচ্ছি কাকু, জ্যেঠু
ঝরছে কিছু,
পাকছে চুল
ব্যথায় অসাড় হাঁটু।
আছি তো সেই
আগের মতো
যেমন ছিলাম আগে:
মনের বয়স
বাড়ছে কই
কাঁদি - অভিমানে-রাগে ।
এখনও তো
শিশুর মতো
খুশি হলেই হাসি,
এখনও তো
পছন্দের বস্তু
পেতে ভালোবাসি।
চোখের কোনে
ভাঁজ পড়েছে
স্ফীত হচ্ছে ভুঁড়ি
মিষ্টি দ্রব্যে
ডাক্তারি বারণ
খাই প্রেসারের বড়ি।
ইচ্ছেগুলো
আগের মতোই
বাঁধন ছাড়া মনে-
নতুন কিছু
দেখতে পেলেই
আনন্দ ক্ষণে ক্ষণে ।
দু-একটি দাঁত
গেছে ঝরে
নড়ছে আরও কিছু
আম, জামে আজও
সমান তৃপ্তি
ঢিল ছুঁড়ে পাড়ি লিচু ।
ভোরের বেলা
ঘুম ভেঙে যায়
পথের পরে হাঁটি,
ধড়ফড়ানি
বুকের ভিতর
হাতে তুলে নিই লাঠি ।
ভোরের আলোয়
ফুল তুলতে যাই
আজও আগের মতো,
বয়স আবার
কি হে বন্ধু ,
শুধু দিন হয়েছে গত।
স্বপ্ন দেখে
চেঁচাই আজও
গো -ও-ল বলে চিৎকার;
নদীর জলে
সাঁতার কাটি
এক ডুবেতে ওপার ।
বন্ধু পেলে
সময় ভুলে
আড্ডায় উঠি মেতে
প্রথম প্রেমের
স্মৃতি চারণ
প্রলেপ হৃদয় ক্ষতে।
শরৎ আলোয়
পূজোর ছুটি
দু-হাত ভরে লুটি
ঢাকের শব্দে
বয়স জব্দ
লুকিয়ে মাংস রুটি ।
ডাকে ডাকুক
যে যা খুশি
কি যায় আসে তাতে
সন্ধ্যে হলেও
একই আছি
ছিলাম যেমন প্রাতে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post