সাম্প্রদায়িকতার ঊর্ধে
জাতপাতের ওই বস্তিতে আগুন ধরা আজ,
মিথ্যাচারী ভন্ডলোকের কপালে পড়ুক ভাঁজ।
একনিমেষে ঘুচে যাক সংস্কারের ভয়,
বদ্ধ মনের আঁধার কাটুক মনুষ্যত্বের ছটায়।
হিজিবিজি ওই পোশাকে উদ্ভট সব সাজে,
বলছে নাকি ধর্ম তাদের জাদু মন্ত্রের মাঝে।
লাল রক্তে জন্ম যাদের নিষ্পাপ এক পথে,
আজ ধর্ম ঘিরে সেই রক্ত হানাহানির স্রোতে।
ছদ্মবেশী স্বার্থ লোভে লুটোপুটির খেলায়,
দুটি নামের তকমা ঘিরে মুখোমুখি লড়াই।
দেশ টি জুড়ে আজকে যখন জীবন্ত ব্যাভিচার,
তবে দরকার কি আঁকড়ে ধরা এমন শিষ্টাচার।
মুখোশ পরে করছে যারা ধর্মের অপমান
তাদের মুখে মধু ঢালো,শোনাও মানবতার
গান
হিংসার ওই বাতি গুলো নিভিয়ে দিই এসো
No comments:
Post a Comment
Please put your comment here about this post