খোলা চিঠি
মা,মাগো, দূর্গা মাগো
কোথায় তুমি থাকো!
মর্ত্য ধামের খবরাখবর
কিছু কি আর রাখো?
বছর পরে বাপের ঘরে
তোমার আগমন ;
চার দিনের এই সফরে মাগো
ভরে কি আর মন?
শুনবে কি আর বলবই বা কি
এই মর্ত্য ধামের কথা -
শোক,দুঃখে জরাজীর্ণ হতাশারই গাথা।
দিন বদলের জোয়ারে ভেসে
বিপন্ন এ ধরা
মনুষ্যকৃত কর্ম দোষে
বাড়ছে বন্যা, খরা।
জাতি দাঙ্গা, বিভেদ বিষে
নিত্য হানাহানি
শ্রেণী বৈষম্য, লাভের লোভে
সংকটে যত প্রাণী ।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেগে
হিমবাহ গলে জল,
দিন দিন বাড়ছে আতঙ্ক
ফুঁসছে সমুদ্রতল।
ঘুষের ফাঁসে কর্ম শিকেয়
নীতিহীন রাজত্ব,
লাখো প্রাণ ক্ষুধায় কাতর
কারো ঘরে উদ্বৃত্ত ।
কথায় কথায় গোলাগুলি
খুনখারাপির রক্তস্নান
সংস্কৃতির কন্ঠরোধ
অপসংস্কৃতির ছুটছে বান ।
তুমি এলে তাই সব ভুলে যাই
আনন্দেতে মাতি
দিন চারেকের উৎসবেতে
পুষিয়ে নিই সব ক্ষতি ।
কাজের ফাঁকে আমাদের ডাকে
একটু সাড়া দিও
অভাগা এই সন্তানদের
কোটি প্রণাম নিও।
"অলীক পাতা"য় চিঠি লিখে
জানালাম তোমায়-
শান্তি, সুখ,স্বস্তি দিও
দিও সমৃদ্ধি ধরায় ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post