মরিচার কবরে
ওপারে দাঁড়িয়ে যে ছায়া অবয়ব
অবিকল আমারই মতো
তবে তফাতের আলোয়ান জড়ানো গায়।
তার চোখে আগুনের উত্তাপ
আমার আধপোড়া সিগারেটের মত নিভিয়ে আসা বিশ্বাস
বনসাই এর মত ছোট হয়ে আসা গণ্ডী।
তবে ও কে?
খরস্রোতার উপছে পড়া উদ্যাম
সৌরভ মাখা মখমলের বিছানো হাসি।
এসব কিছু আমি হারিয়েছি স্মৃতির অতল স্রোতে
আজ অর্ধ শতাব্দী পর কেউ কড়া নেড়ে গেল বুকে
আজ অর্ধ শতাব্দী পর জল ছুঁয়ে গেল পা
আজ অর্ধ শতাব্দী পর মৃত্যু বিষম ভয় পেল আমায়,
ছেড়ে দাঁড়াল পথ।
তবে কি ও মরিচার কবরে ঘুমানো আমি?
যে তরবারি হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আজও।
No comments:
Post a Comment
Please put your comment here about this post