লা ই ন
আরে !আরে!একি!
দাদা একটু দাঁড়ান চেপে ,
কান্ডজ্ঞান নেই মশাই
উঠছেন যে ক্ষেপে?
ক্ষেপব নাতো কি-
দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ
আপনাদের তামাশা দেখব-নাকি?
দুটি ঘন্টা পেরিয়ে গেল
এগোচ্ছেই না লাইন!
আজকে জমা না পড়লে
কাল দিতে হবে ফাইন।
আরে আরে দাদা -
সেকি আপনার একার দশা?
দুদিন ধরে লাইনে আছি
কামড়ে যাচ্ছে মশা ।
বলেন কি মশাই-দুদিন ধরে?
তাহলেই বুঝুন-
ধৈর্য রাখি কি করে?
ফাঁকফোঁকরে এসেছি দুদিন
হয়নি কোনও কাজ,
অবস্থার প্রেক্ষিতে
ছুটিই নিলাম আজ।
কি আর বলি ভাই
শান্তি কোথাও নাই,
যেথা যাও লাইনে দাঁড়াও
চিত্র এমনটাই।
রোগী দেখাতে ,নাম লেখাতে
দিতে হবে লাইন ,
পৌরসভার জলের কলে
বলবৎ একই আইন ।
ডিমনিটাইজেশন , রেশন দোকান
সরকারি অনুদান
হকের প্রাপ্য পেতে গিয়ে
বাজি রেখো প্রাণ।
গৃহ শিক্ষক টোল খুলে
নীতির গীতি যায় ভুলে,
সমান্তরাল স্কুল যেন
টাকা ছড়িয়ে লাইন কেনো।
গন্তব্য হোক যেথা-সেথা
টিকিট কাটতে যাও
লাইনে টিকিট পেতে পেতে
সময়ের ট্রেন উধাও ।
বিজ্ঞাপনের যশ প্রতিষ্ঠা
চাকরি এবার হবেই হবে,
ড্রাফট্ ভরে নাও,ফর্ম জমা দাও
কাকভোরে উঠে লাইনে রবে।
ভোটের লাইন,জোটের লাইন
লাইন দোকানে দোকানে,
মেলায় লাইন, খেলায় লাইন
প্রেমের খেলাও লাইন মেনে।
স্ট্যান্ডে লাইন, ব্র্যান্ডে লাইন
লাইন সর্বত্র জীবনে ।
লাইনে মেলে মোক্ষ লাভ
লাইন মরনে শ্মশানে ।
ওহে বন্ধু -প্রশ্ন কোর না
লাইনে দাঁড়িয়ে পড়
লাইনে থাকো, সামনে দেখো
আসুক ঝঞ্ঝা ঝড়।
No comments:
Post a Comment
Please put your comment here about this post