তোমায় ভেজাবো বলে
ঝর ঝর বৃষ্টিভেজা আকাশে মেঘের ঘনঘটা,
টুপটাপ টুপটাপ অভিমানী বৃষ্টির ফোঁটা পড়ছে তো পড়ছেই-
তুমি আজ অঝোরে ভিজবে বলেছিলে,
তাই বৃষ্টি এখনও থামেনি-
সবুজ জমিনে বৃষ্টির বিছানা পাতা।
নীলপাহাড় ছুঁয়ে যায় মেঘের চিবুক।
মেঘ
বৃষ্টির প্রেমে ভিজে আদর বাসায় একাকার,
এসো না আজ দুজনে ভিজি অনুরাগে-অভিমানে।
বৃষ্টি ছুঁয়ে , ভেজাবে তোমায়
আমি, বলেছে অভিমানী
আকাশ!
বৃষ্টি ভিজিয়ে দিল অরণ্যকে
অরণ্য জানেনা ঝরাপাতার কান্না।
জানে শুধু দাবানলের উল্লাস।
আকাশ জানে অরণ্যের রংধনু আর গভীরতা।
তুমি এলেনা তাই-অরন্য আবার ভিজে গেলো আরও একবার!
No comments:
Post a Comment
Please put your comment here about this post