কবি আমি নই
হৃদয় হতে উৎসারিত শব্দ মালায়
প্রেম প্রীতি হর্ষ ও বিষাদে,
মনের বিথারে সুপ্ত ভাবনার উঁকিঝুঁকি
শূণ্য পাতার উপর শব্দের আকারে লিখি,
লেখাতে কবিতা খুঁজি, এলোমেলো
শব্দের বুকে।
অসংজ্ঞাত কবিতা এক বুক অভিমানে
দেখি নিরালায় নিশ্চুপ হারিয়েছে অভিমুখ
তমসাবৃত কোনো এক রাতে।
কবি আমি নই, আমি এক
উদভ্রান্ত কবিতা প্রেমিক,
মনের গহন হতে উঠে আসা শব্দের জালে
কবিতা খুঁজি পল্লীর প্রান্তরে প্রকৃতির বুকে,
আর ভালবাসা মাখা হৃদয়ের কোনে।
শব্দের পর শব্দ গেঁথে খুঁজে নিতে সৃষ্টির সুখ,
মন ভরা আনন্দে মেতে উঠে বুক।
কবি আমি নই , আমি এক
উদভ্রান্ত কবিতা প্রেমিক,
আনন্দ হর্ষ ও বিষাদে নতুন শব্দের সন্ধানে
কবিতা গড়ার চেষ্টা করি
No comments:
Post a Comment
Please put your comment here about this post