স্মৃতির সাতকাহন
স্কেচঃ লেখিকা |
আমার খাওয়া প্রথম পিঠের পুর
আমার শোনা প্রথম গানের সুর
তোমার কাছে কখনও নিছক আবদার
কখনও বা গায়ে লেপটে কীর্তনের দরবার
মাকে লুকিয়ে দুটো সিঙাড়া বেশি খাওয়া
অংকের ভয়ে বাবার সামনে থেকে হাওয়া
তোমার কাছে সব চলত, আড্ডা,গল্প, দেদার মজা,
সাথে চুসির পায়েস, এলো ঝেলো আর জিবে গজা
তোমার বাঁ চোখের আঁচিলে, মুখের বলিরেখায়
প্রতি টা সাদা চুলে, কত কথা, কত দিনের কত যাতনা,
সংগ্রামের সেসব দিন, তোমার মুখে গল্প কথা ভাবতাম, বুঝতাম না
এখন বুঝি,তাই আজ মনে হল তোমার কথা লিখি
কটা পুরোনো কথা ভাবি আর কয়েকটা পুরোনো ছবি দেখি,
চললে তো বাক্স গুছিয়ে বহূদুর, দাদুর সাথে থাকতে,
পারতে তো এক থোকা চামেলি তে নিজের গন্ধ টা
ভরে রাখতে।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post