দার্জিলিংয়ের এক সকাল
|
কুয়াশা ভেজা
ভোর,
শীত ছুঁয়ে
আছে সকাল-
পাহাড়ের
গায়ে পাহাড় মিশে গেছে,
ব্যালকনি
জড়িয়ে শীত-কামড়।
ঝাউ পাইন
রডোডেনড্রন সেট্রোনীলা-
শিশির বিন্দু
মেখে যুবতী মেয়ে,
গভীর রাতে
জোনাকির আলো,
লক্ষ হীরা
জ্বল জ্বল করছে।
শৈল সুন্দরী
ধাপসিঁড়ি বেয়ে
ঝাউতলা
পাকদন্ডী বেয়ে বেয়ে চলে।
এক অনন্য
শীত-সকাল
বরফ মেঘ এসে
ভিজিয়ে দিল মন।।
দার্জিলিংয়ের
এক সকাল-
No comments:
Post a Comment
Please put your comment here about this post