আমার বেলা যে যায়
Picture Courtesy: Google Image
|
কখন যে চোখ লেগে গেছে, বুঝতেই পারিনি.
চোখ খুলেই দেখি গীতবিতান টা পাশে পড়ে গেছে আর ভেতরে বুকমার্কটাও হারিয়ে গেছে.
আজ অনেকদিন পর হঠাৎ ইচ্ছে হলো পূজা পর্যায়ের গানগুলিতে একটু চোখ বুলিয়ে গুনগুন করি। সংসার, সন্তান আর নিজের হাজারটা কাজের মধ্যে রবীন্দ্রনাথ যেন ক্রমশ হারিয়ে যাচ্ছেন, আবছা হয়ে যাচ্ছেন। এখনও দৈনন্দিন জীবনে গতে বাঁধা নিয়মের মাঝে ভাবি, একটা মানুষের মধ্য এত ব্যপ্তি আসে কিভাবে।। প্রতিটা ঋতু, প্রতিটা মুহুর্তের জন্য গান, কবিতা ও নৃত্যনাট্যের রচনা করে গেছেন।
কখনও ভানুসিংহের পদাবলিতে রাধাকৃষণের রাসলীলা, আবার কখনও মায়া কুমারীদের মায়ার খেলা।
একটা ব্যপার লক্ষ্য করেছি যে আমার মত বাঙালীর সমস্ত কিছুতে রবীন্দ্রনাথ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন।
আহা তোমার সঙ্গে প্রানের খেলা...
No comments:
Post a Comment
Please put your comment here about this post