আকাশের ঠিকানায়
|
শ্রীচরনেষু দুর্গা মা,
দশমীর পর অন্তিমে আসিলো বিজয়া। আজ দুই বৎসর হইলো পূরণ,ইহোলোকের
সর্ব বাধন ছিন্ন করিয়া বিদায় লইয়াছেন আমার মা।সেই যে তুলসী চন্দন লেপন করিয়া,নিথর
চরণে আলতা রাঙাইয়া,এয়ো
সিঁথিতে সিন্দুর ভরাইয়া,নব
বধূ বেশে তাঁহারে সাজাইয়া,সুগন্ধি
ধূপ শিওরে জ্বালাইয়া,কোনো
এক নাম না জানা পথের
উদ্দেশ্য রওনা করিয়া দিয়াছিলাম,তিনি
আর তো ফিরিলেননা।তাঁহার নতুন ভিটের নাম ঠিকানা সে যে মর্ত্যবাসীর অজানা।লোকে বলে মা স্বর্গলোকে,হরগৌরীর
আলয়ে থাকে।জগৎ জননী তোমার নিকট আর্জি আমার তাই,তোমার হিয়ার মাঝে পরম যত্নে যেন হয়গো তাঁহার
ঠাঁই।চির শান্তির শীতল
ছায়ায় আশ্রয় দিও তুমি, যুগে
যুগে এই ধরাধামে মাগো দেবী রূপে আসিও নামি।চিন্ময়ী মা তোমার চরণে পরাণ ভরিয়া নমি।
ইতি,এক দিশেহারা নয়নতারা
No comments:
Post a Comment
Please put your comment here about this post