যদি বলতে পারতাম
|
যদি
বলতে পারতাম,হারানো স্রোতের পথে,
একাকী
নির্ঝর কী অভীপ্সায় ?
অক্লেশে
মুখ লুকায় শৈবাল দামে।
যদি বলতে পারতাম-
অনুচ্চারিত
শব্দের মালা শুকনো ফুলের পাপড়ির মতো,
কেন
ঝরে পড়ে নির্ঝরের পথে।
যদি
জানতাম প্রেমও নেবে স্বেচ্ছা নির্বাসন,
উপলব্ধ
হবে জীবনের গভীর প্রত্যয়,
কী বা
দোষ তার?
যদি
বলতে পারতাম-
হতাশ
বেকারের বুক ভরা দহন,
কেন
বর্তমান সমাজ পারেনি করতে নির্বাপন?
তুমি
কি বুঝবে বন্ধু আমার,
যে
ব্যথা হৃদয় বিথারে প্রথিত আজও
নির্ঝরের হারানো স্রোতেও
No comments:
Post a Comment
Please put your comment here about this post