একটু উষ্ণতা
|
প্রতিশ্রুতি চেয়েছিলো
গভীর প্রেম।
ভোরের শিশির বিন্দুর
দ্রুত বাস্পায়ন মনে করিয়ে দেয়
শিশির হয়ে ফিরে আসবে আবার
ভোরের রক্তিম আলোয়।
বাহারি প্রজাপতিরা মাধুকরী
হলে,মরশুমী ফুলেরা মিলনের
উৎসুকে চপলতায় আন্দোলিত,
রাতের আঁধারে রাজপথে
চারপেয়ে জীব কুন্ডলী
পাকিয়ে অপেক্ষায় দিনের
উষ্ণতার।
কুয়াশার ঘেরাটোপে কত
পথিক পথ হারায় অবলিলায়
তবুও শরীরি উষ্ণতায় জন্ম নেয়
কোন এক নূতন প্রজন্ম,
পুরোনোকে পিছে ফেলে
এগিয়ে যাবার পালা নূতনের।
হিম শীতল হলেও পথ
প্রেম এঁকে দেয় ওষ্ঠে উষ্ণতার রঙিন
আলপনা সজীবতার বাতাস লাগে
প্রানে......
আগামী বসন্তের আহ্বানে
আকাশ বাতাস মুখরিত হয়ে
বসন্ত আসে গুটি গুটি পায়ে
সন্তর্পণে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post