শীতের আমেজ
আঁধারের
ভোর কুয়াশায় ঘেরা,
পা ভেজে শিশিরেতে -
কেঁপে
যায় দেহ, ফুলির কাছে
এটাই শীতের মানে ।
পিঠে-পায়েস, পিকনিক, ঘোরা-
এসব ফুলির স্বপ্ন ।
এবারও
হয় নি শীতের পোশাক,
চাদরটিও শতছিন্ন ।
ভোর না
হতেই ,পেট ভরাতেই
ব্যস্ত জীবন তার -
তার
সাথে ভয়, অনেক আগেই
রাত্রি নামবার ।
ঘরে
ফিরে এসে ,আগুনের তাপে
সেঁকে নেবে হাত -পা,
আধো ওম
আধো শীতে কেটে যাবে
দীর্ঘ----এ রাত টা ।
পনেরো
টা শীত এ ভাবে ই গেছে,
বাকি কথা জানে না।
আলাদা
করে শীতের আমেজ,
ফুলিরা বোঝে না -
No comments:
Post a Comment
Please put your comment here about this post