অপরাজিতা'র হলুদ গাঁদা
|
হলুদ
গাঁদা'র
গুচ্ছগুচ্ছ পাপড়ি
বইয়ের পাতা'র খাঁজেখাঁজে জমিয়ে রাখে
অপরাজিতা নামের মেয়েটি ৷
বই খুললেই লোমের গন্ধ পায় ।
আমজানের জটিল ম্যাপ প্রতিভাস হয়
প্রাক্তনের পেশিবহুল বুকের চওড়া খাঁচায়,
যেখানে একদিন মুখ লুকিয়ে সে কেঁদেছিল ৷
তারপর নোনাধরা দেওয়াল বেয়ে হঠাৎ-ই একদিন
উবে গেছিল তাদের প্রেম ৷
আজ, অপরাজিতা'র নীল পাপড়ি বিবশ কান্নায়
আশ্রয় চাইছে হলুদ গাঁদা'র পাপড়ি'তে ৷ হঠাৎ-ই ৷
বইয়ের পাতা'র খাঁজেখাঁজে জমিয়ে রাখে
অপরাজিতা নামের মেয়েটি ৷
বই খুললেই লোমের গন্ধ পায় ।
আমজানের জটিল ম্যাপ প্রতিভাস হয়
প্রাক্তনের পেশিবহুল বুকের চওড়া খাঁচায়,
যেখানে একদিন মুখ লুকিয়ে সে কেঁদেছিল ৷
তারপর নোনাধরা দেওয়াল বেয়ে হঠাৎ-ই একদিন
উবে গেছিল তাদের প্রেম ৷
আজ, অপরাজিতা'র নীল পাপড়ি বিবশ কান্নায়
আশ্রয় চাইছে হলুদ গাঁদা'র পাপড়ি'তে ৷ হঠাৎ-ই ৷
No comments:
Post a Comment
Please put your comment here about this post