চন্দ্রগ্রহণ
|
নিঝুম কালোরাতকে সাক্ষী রেখে,
নিস্তব্ধ চারদিক অন্ধকারের
গ্রাসে
নিরিবিলি চোরাগলিতে ওরা দু'জন
নির্ভেজাল প্রেমকে সঙ্গী করে,
নীরবে পাশাপাশি চলেছে বহুক্ষণ -
নিশুত-রাতের গোপন অভিসারে।
নেশাতুর ভালোবাসায় মাখামাখি
নিরলস দুটো শরীর-মন,
নিবিড় ছোঁয়ায় ভরসার আলিঙ্গন
নিভৃতে একান্তে কাটালো কিছুক্ষণ -
নিস্তরঙ্গ জীবনে এল স্পর্শের
শিহরণ,
নিষ্কলুশ-নিষ্পাপ মনে লাগলো
চন্দ্রগ্রহণ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post