দুটি কবিতায় ভাবনা
সম্পা দত্ত দে
সম্পা দত্ত দে
এলে বসন্ত প্রেমের ফাগুন
বয়ে যায়।
কোয়েল দোয়েল শিষপ্রিয়া...
প্রানের সারা পায়।
ভালোবাসার ফাগে
নেশা লাগে যায়,
মধুর মধুর সুরে তাই তো
শিষ
বাজিয়ে যায়।
দোয়েল কোয়েল শ্যামা
বসন্তের-ই
দূত হায়
শিমূল পলাশে মাদারের
মৌ
পিয়ে বেড়ায়।
এলে বসন্ত সব রঙ্গে
মন
রঙ্গীন হয়ে যায়
যা দেখা যায় চোখে
যেন
নেশা লেগে যায়।
অহঙ্কারী আগুনঝরা রূপে
শিমূল পলাশ থাকে
মরে রূপের ঝঙ্কারে
যৌবনের-ই
ডাকে।
এখন এলেও বসন্ত
দোয়েল
কোয়েল বোঝেনা
চারিদিকে আর নেই
সবুজের ঠিকানা।
সবুজ ও আর নেই
নেই অক্সিজেনের দেখা
গ্লোবাল ওয়ার্মিঙেই
আজ পৃথিবী ঢাকা।
মনেও আর নেই
ভালবাসার ঠিকানা
চারিদিকে ফ্ল্যাটবাড়ির
জীবন-যাপন যন্ত্রনা।
শিমূল পলাশ ফোটে
কেউ তাকিয়েও দেখেনা
স্মার্টফোন, মুখ
বইয়ের পাতা
এখন
সব রঙ্গের ঠিকানা।
এখন হারিয়ে বসন্ত, এলেও
নিয়ম
করে আসে
শিষপ্রিয়ারাও ডাকেনা
গেছে তারাও পরবাসে।
হারিয়ে বসন্ত চোখে
নেট বসন্তে রঙ্গীন
জীবন কাটে পরিহাসে
No comments:
Post a Comment
Please put your comment here about this post