ছয় ঋতুর মাঝে গ্ৰীষ্মের দাপট, বর্ষার মাস্তানি অতিক্রান্ত শরৎ-হেমন্ত-শীত নিজ
নিজ আচরণ সেরে ফেলতে না ফেলতেই তোমার আগমণ, হে
বসন্ত। ঋতুরাজ যে-রাজকীয় প্রবেশ। এসেই বলো
যাই, যাই। কোকিলের কলতান,
ভ্রমরের গুঞ্জন, রামধনু
রঙে সাজিয়ে রাখা যে আয়োজন!
সেতো কেবল তোমার জন্য, ঋতুরাজ!
দখিনা বাতাসে-
-কেন পাই উষ্ণ দীর্ঘশ্বাস!
-বেনে-বৌ খোঁজে কেন .....
-উথাল পাথাল হৃদয় নিয়ে কেন
কাঁদে সে?
আমার মন কেমন করে।
-তবু এসো,
ঋতুরাজ।
যৌবনের ধ্বজা উড়িয়ে, ছড়িয়ে
দাও
তোমার সাতরঙা মন
সবখানে,
সবখানে।
প্রতীক্ষার অবসানে এবারো মিলেছি, জানি হারিয়ে যাবে। যে পরশটুকু পেলাম, আগলে নিয়ে বাঁচবো, থাকবো অপেক্ষায়।
No comments:
Post a Comment
Please put your comment here about this post