নিত্যকালের
সত্য কথা
ঊর্মিমালা মজুমদার
ঊর্মিমালা মজুমদার
পৃথিবীর বুকে একই মঞ্চে পুরুষ এবং নারী।
পুরুষটি কেন পদে ভারী তবে? নারী
কেন আনাড়ী?
সৃষ্টির কালে কন্যা পুত্র একই গর্ভে ঠাঁই,
দিবা নিশী তবে কেন দাবী তোলো,পুত্র
সন্তান চাই?
সহজ কথাটা মগজে ঢোকেনা, বুদ্ধির
এমনই ধার?
হেরে বসে আছো নিজেরাই,পরে নির্বুদ্ধিতার হার।
মরণের পরে মাতা ও পিতার শান্তি সংস্থান,
সর্ব অগ্রে তিনদিনে করে, কন্যা
সন্তান।
হবে কি পুরুষ কখনো জনক, নারী
বিনা একাকী?
নারীর ভাগ্যে এতো লাঞ্ছনা, কেন
তবে দিলে আঁকি?
শহরতলির অফিস ঘরে, ট্রেনে,বাসের ব্যস্ত ভীড়ে,
ঘুপচি গলির ঘন আঁধারে,গুপ্ত ভাবে সেবন করো নারী অঙ্গের স্বাদ,
ওঠাওনা প্রতিবাদ!
ঘুপচি গলির ঘন আঁধারে,গুপ্ত ভাবে সেবন করো নারী অঙ্গের স্বাদ,
ওঠাওনা প্রতিবাদ!
ধরো মনে করো সারা ভূ-ভাগে পুরুষের বসবাস,
নারীর কোথাও চিহ্নটি নেই, শুনশান
চারিপাশ।
পশুর রাজ্যে, পাখিরালয়ে, বাগিচার কোণে কোণে,
পুংপ্রজাতি রাজত্ব করে, স্বর্ণ
সিংহাসনে।
ফলবে কি কোনো সোনার ফসল, জ্বলবে
কি কোনো বাতি?
পারবে কি তবে জন্ম নিতে মনুষ্য প্রজাতি?
তাই বলি শোনো, দম্ভ
কে মেরে, মগজে লাগাও শান,
No comments:
Post a Comment
Please put your comment here about this post